দূষণের বিরুদ্ধে এবং স্বাস্থ্যকর পরিবেশের পক্ষে নির্মল বায়ু প্রচারাভিযানে তরুণরা

May 11, 2024
©UNDP Bangladesh

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর উদ্যোগে ৯ মে ঢাকায় জাতিসংঘ কার্যালয়ে বায়ু দূষণ মোকাবেলায় 'লেটস ব্রিদ ওয়েল : ক্লিন এয়ার ক্যাম্পেইন ডিজাইন' শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বেশকিছু ক্লাবের প্রতিনিধিরা এ কর্মশালায় অংশ নেয়, যাদের সামনে বায়ু দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা কার্যক্রম শুরু করার চ্যালেঞ্জ দেওয়া হয়। বাংলাদেশের ৮টি বিভাগের ২৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ভিত্তিক ক্লাব থেকে সেরা ১০টি দলকে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের নেতৃত্ব দেওয়ার জন্য বাছাই করা হয়। 

বায়ু দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে গত বছর 'ব্রিদ ওয়েল ঢাকা' শীর্ষক যে প্রচারাভিযানটি পরিচালিত হয়েছিলো, সেটিরই ধারাবাহিকতায় এ বছর ‘লেটস ব্রিদ ওয়েল’ শিরোনামে আরো ব্যাপক পরিসরে দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্ত করা হয়েছে। 

এ কর্মশালাটি উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। তিনি বায়ু দূষণের জটিল চ্যালেঞ্জ মোকাবেলায় একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

 "বায়ু দূষণ এমন এক জটিল সমস্যা যা মোকাবেলায় জলবায়ু, পরিবহন ব্যবস্থা এবং আর্থ-সামাজিক গতিশীলতার মতো বিষয়গুলি আমলে নিয়ে একটি সামগ্রিক এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পদক্ষেপ গ্রহণ করতে হয়। সকলের স্বাস্থ্যের জন্যই এটি অত্যন্ত গুরুতর একটি সমস্যা, বিশেষত করে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরের জন্যযেটি প্রায়শই দূষিত বায়ুর শহরগুলোর শীর্ষস্থানগুলোতে উচ্চারিত হয়ে আসছে।

“ তরুণদের অংশগ্রহণ সম্পর্কে স্টেফান বলেন, “ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে টেকসই সমাধান তৈরিতে আপনাদের চিন্তাভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রচারাভিযানে আপনাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে, আমরা এ প্রজন্মকে একটি স্বাস্থ্যকর, পরিবেশগত দিক থেকে আরো সচেতন আগামী তৈরির আন্দোলনে নেতৃত্ব দিতে উৎসাহ যোগাতে চাই।

কর্মশালায় মুখ্য আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি’র ক্লাইমেট চেঞ্জ বিষয়ক প্রোগ্রাম স্পেশালিষ্ট মালিহা মুজাম্মিল, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার, এনভায়রনমেন্ট সাসটেইনেবিলিটি অ্যান্ড এনার্জি প্রোগ্রাম স্পেশালিষ্ট আরিফ এম ফয়সাল, এবং ইউএনডিপি এর হেড অফ কমিউনিকেশন্স মোঃ আব্দুল কাইয়ূম। 

কর্মশালা শেষে বাছাইকৃত ১০টি দলের প্রত্যেককে প্রচারাভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে। তাদের সাফল্যের উপর ভিত্তি করে, ইউএনডিপি বাংলাদেশ শীর্ষ ৩টি দলের সাথে পরিচ্ছন্ন বায়ু নিয়ে যৌথ প্রচারণা চালাবে।